এক
রক্তের হিমোগ্লোবিন নিত্যদিন ভাইরাসে পুড়ছে
অবাঞ্চিত গোলক ধাঁধাঁয় ...
জঠর তড়পায় পড়ে ফাঁদে জারজ সমাজ রসে
শ্বেতকণিকা দেখো কাঁদায় !!
দুই
সত্যের মাঝে সত্য সুপ্ত
মিথ্যার মঞ্চে পথটা চলি ,
পোষাক ঢাকে গতর শুধু
দুর্গন্ধে হয় চিত্ত বলি ।
তিন
দ্বন্দ্বের লড়াই ক্ষণটা গিলে
আপন আপন সবটাই মিছে ,
সহজ-সরল পথের পথিক
দহন সইবে থাকবে নীচে ।