ছোট্ট ছোট্ট কথা ,
শিশির ভেজা ব্যথা ,
সয়ে যাই নীরবে ,
আসে বাণ সরবে ।

উড়াল মন বন্দী ,
বেঁধেছিনু সন্ধি ,
সবই মেনে নিয়ে ,
পাথর চাপা দিয়ে ।

স্নিগ্ধ সবুজ মনটা
ধূসর আজি হলো ,
অতীত খাতা দেখি
সবই এলোমেলো ।

হা -হুতাশ ছেয়ে যায়
সময় বিবর্তনে ,
আপনার কেহ নাই
স্তব্ধ সমীরণে ।

মনের সুর মনে তাই
মেঘে মেঘে ভাসে ,
পরশ দেবার কেউ নাই
মৃত্যুর অবকাশে ।

বিগলন তাই চিত্ত
খুঁজে ফেরে একা ,
কে বা ছিলো হিয়ায়
পেলো নাতো দেখা ..!