বিষণ্ন প্রহরের আর্তনাদ, কোনো কোনো সময়, নীরবে মনের সাথে বোঝাপড়া করে!
পিছুটান, নিজের অস্তিত্ব ভুলিয়ে দিয়ে বলে, মেঘের মতো ভেসে যাও, আর কত বসন্তের সুবাস নিবে বরং ভাবো, অনেক ঋণ জমা আছে, কি করেছো?
আঁধারের পিনপতন স্তব্ধতা মুখ ভেংচি দিয়ে কখনো কখনো উচ্ছ্বসিত হয়ে বলে, তুমি তো আমারই মত, নিজের আদল তো বদলাতে পারোনি!
গায়েবী আওয়াজ চিৎকার করে বলতে থাকে, তুমি অপদার্থ, জড়, অসার, অচল মুদ্রা ; এখানে তোমার ঠাঁই নেই!
সুশোভিত জীবনে, 'ছন্দপতন', ক্ষত দৃশ্যমান না হলেও, এর যন্ত্রণার সুর বেদনাবিধূর ;অসহায় প্রহরের ঘন্টা ধরে পথ হাঁটে!
শোকে কাতর ক্লান্ত হিয়া পালাতে খোঁজে পথ, দ্বন্দ্ব দোলোকে!!