আজ আবার আমার মনের আকাশে মেঘ জমেছে
বৃষ্টি হলেও হতে পারে পোড়া তপ্ত জমিনে  
তাই আমার অপেক্ষা এখন – যাতনাময় ।

তুমিনা শ্রাবন ভালোবাসতে ?
তুমি মনে হয় ভুলে গেছো – কলাগাছের ভেলায় ভেসে
মাছ ধরতে যেতাম আমখাওয়া বিলে
অঝর ধারায় বৃষ্টি ঝরে পড়তো তোমার মেঘকালো চুলে
তারপর সারা শরীর জলের ধারা বয়ে ভিজিয়ে দিতো
তোমার আলতা রাঙ্গা পা
তোমার ভেজা ঠোঁটে তখন সকালের শিশিরে ভেজা
গোলাপ ফুটে উঠতো ।  

সে সব দিন গুলো আমাকে খুব পোড়ায়
বুকের ভিতর ব্যথা অনুভব করি
তোমার কি এতোটুকো মনে পড়ে না ?
না মনে করতে চাও না ?

তাহলে আর প্রয়োজন কি ?
ভালো থেকো তুমি
আমার কথা ভেবনা
আমি ভালোই থাকবো ।


২৯/০৭/১৮