আমি নিষ্পাপ নই
হয়তো অনেকেই না
দীর্ঘ পথ চলেছি আমরা একসাথে
তুমি আমাকে দেখেছো – আর আমি তোমাকে ।
আমি এতোকাল জেনে এসেছি- তুমি আমাকে প্রচণ্ড বিশ্বাস করো
আমিও চেষ্টা করেছি এ বিশ্বাস ধরে রাখতে
কিন্তু অবশেষে ? আমি ভাবতেও পারিনা !!!

যাই হোক তুমি ভালোই করেছ
যে বিশ্বাসের ঘরে আগুন লেগেছে
তা হয়তো আর কখনই নিভানো সম্ভব নয়
আমিও তা আর চাই না ।

একদিন বেলা শেষে এসে তুমি নিশ্চয়
এই দিন গুলোর কথা ভাববে
কি আর লাভ হবে তখন
যদি সম্ভব হয় আমাকে ভুলে যাও
এর পর আর হয় না ।

সত্যিই তুমি আমাকে নষ্ট করে দিলে
এই নষ্ট জীবন নিয়ে হয়তো আমি থাকবো এক রকম
এখন আমি একটু আমার মতো থাকতে চাই ।


১৪/১০/১৯