মাগো; এতোদিন ভেবেছিলাম –
মানবতা মনুষ্যত্বহীন সমাজে আমাদের প্রজন্ম বেড়ে উঠছে
কি শিখছে ওরা ? আমাদের দেশের ভবিষ্যৎ কি?
যে দেশে মাদক নিয়ন্ত্রণ করতে গুলি করে মানুষ মারতে হয়
সে দেশের নতুন প্রজন্ম কি নিয়ে বড় হবে ?
আমার সমস্ত সংশয়ের মুখে জুতা মেরে
ওরা আজ আমাদের চোখের পর্দা খুলে দিয়েছে
মনকে কতোটুকু পেরেছে জানি না ।
আমি ৫২ দেখিনি; দেখিনি সালাম বরকত রফিক জব্বার
আজ আমার চোখের সামনে ভেসে উঠছে বায়োন্নর উত্তাল স্লোগান
আকাশের কোণে জানি পত পত করে উড়ছে বিজয়ের নিশান ।
সালাম বরকতের মা তুমিতো এখনো আছো বাংলার প্রতিটি ঘরে ঘরে
তোমার ছেলেরা আজ হাজার হাজার সালাম বরকত হয়ে –
রাজপথে বিজয়ের পতাকা উড়ায়
চোখে মুখে তার শুধু বিজয়ের নেশা।
আমার দেশের মাটি তুমি আমার জন্য একটা শীতল বিছানা করে দিও
আমি এখন নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পারবো তোমার কোলে ।
০৩/০৮/১৮