সেই কবেকার এক কৃষ্ণচূড়ার আগুন ঝরা
পহেলা ফাল্গুনের সকালে আমি তোমার হাতের
স্পর্শ অনুভব করেছিলাম ; তোমার চুলের গন্ধে
মাতোয়ারা হয়ে উঠেছিল আমার সেদিনের অবুঝ মন

তারপর আমি ধীরে ধীরে তোমার শুন্যতা অনুভব
করতে থাকি- তোমার দর্শনের আকুলতায়
ব্যাকুল হয়ে উঠে আমার চোখ

একদিন সত্যি সত্যি মনে হলো তুমি যেন -
আমার জীবনে জড়িয়ে গেছো
আর আমিও খুঁজে পেলাম অনাবিল শান্তির
এক পৃথিবী; যেখানে সুখের আকাশে আমরা দুজন
শ্বেত কপোত-কপোতী

আমার দিব্যি মনে পরে -
আবারও এক এমনই হলুদ মাখা ফাল্গুনে-
আমার সমস্ত আবেগ অনুভূতিকে কবর দিয়ে
আমার ভালোবাসাকে ভালোবেসে
বিদায় দিয়েছিলাম

সেই থেকে কতো ফাল্গুন এলো আমার জীবনে
আমি আর হলুদের রঙে রঙীন হইনা
কৃষ্ণচূড়ার নিচে গিয়েও আর বসা হয়না

এখন আমার জীবনে হাজারো ফুল সুভাস ছড়ায়
আমার বাগানে মৌমাছিরা মৌ-মৌ করে
ভালোবাসার নদীর তীরে বসে ভালোবাসার ঘ্রাণ নেই
এখন সুখের আকাশে আমার চাঁদ তাঁরাদের মেলা


রাজিব পুর
১৪ই ফেব্রুয়ারী ২০২৩