মাগো আমায় দাও ফিরিয়ে
আমার ছোট্ট বেলা
নদীর পারে রাখাল হয়ে
খেলবো আবার খেলা।।
কানামাছি গোল্লাছুটে
মেতেছি যে কতো
আবার আমি সেই দিনেতে
হতে চাই যে গত।
এমন ছিলো দিনগুলো যে
আকাশ ভরা তাঁরা
চাঁদের আলোয় খেলা করে
হতাম মাতোয়ারা।
খেয়া পাড়ের নাউয়ের মাথায়
দখিন হাওয়া বয়
খোকা সেথায় উঠে
নানীর বাড়ী যায়।
আজকে আমার ইচ্ছে করে
আবার খেলায় মাতি
চাঁদের আলো নাইতো এখন
সবখানেতে ইলেকট্রিকের বাতি।
২৩/০৬/২১
গাজীপুর