দূর দিগন্তে বটের নিচে
বাজে যখন বাশি ,
মনে হয় রাখাল হয়ে
গায়ে ফিরে আসি ।
আজও আমার মন ছুটে যায়
নীল মণির ওই খালে,
শাপলা গুলো আপন মনে
ভাসে খালের জলে ।
সন্ধ্যা হলে মেতে ওঠে
ঘন বাঁশের ঝাড় ,
নানা রকম পখ পাখালি
ডাকে বারে বার ।
শীতের সকাল শিশির কণা
দূর্বা ঘাসে ফোটে ,
কলসি কাখে নতুন বধু
আসে গাঙ্গের ঘাটে ।
মন ছুটে যায় আবার
আমার পুরান গায়ে ,
ওই দেখা যায় ছোট্ট গ্রাম
নীল মনিরও বায়ে ।
২৯/০১/০৪
কোনাবাড়ী