আজ দিনভর বৃষ্টি ঝরে পরছে কাশফুলের বনে বনে
গাড় নীল আকাশ ছেয়ে গেছে সাদা মেঘের ভেলায়
সবুজ বৃক্ষরাজি পেখম মেলে চেয়ে আছে আকাশের দিকে
চারদিক শীতল বাতাসে কোমল প্রকৃতি ; কি অদ্ভুত শিহরণ
আর আমি তখন আমার ঘরের জানালার পাশে বসে –
তোমাকেই ভাবছি - ।
একটু স্পর্শ পাবার কামনায় বিভোর আমার মন
যদি তুমি আজ ভেজা পায়ে নূপুরের বাজনা বাজিয়ে
চলে আসতে আমার ঘরের দুয়ারে
তাহলে আমি আবার নতুন করে ভালোবেসে
তোমাকে বুকে জড়িয়ে নিতাম
তারপর – আবার তোমার চোখের পাতায় সেই স্বপ্ন সাজাতাম
যে স্বপ্নে বিভোর আমি বহুকাল তোমারই অপেক্ষায় ।
ঘরের কপাট খোলাই আছে
দু একবার চেয়ে দেখি ওদিকে
দমকা বাতাসে কপাট টা জোরে আঘাত করে চৌকাঠে
আমি চমকে উঠি ; তারপর আবার বাইরে তাকাই
দেখি নীল আকাশটা সাদা মেঘে ছেয়ে আছে
অনবরত বৃষ্টি ঝরে ই চলছে
আমিও শীতল হবার চেষ্টা করি ।
১৪/১০/১৮