কবিতা লেখার স্বাদ জাগে-
আগের মতো
মধ্য রাতের গন্ধ শুঁকে শুঁকে
ভোরের আলোয় নিজেকে স্নান করে
কবিতার লাইনের ইতি টানা
সেতো কত-শত বার এ সুখে নিজেকে
ভাসিয়ে দিয়েছি - কি সুখের অনুভব!!
এখন আর তা হয়ে উঠে না
বয়স বাড়ার সাথে সাথে অনুভব করছি
কেন জানি কোথাও আষ্টেপৃষ্টে জড়িয়ে যাচ্ছি
নিজেকে আর কোনভাবেই
মুক্ত করতে পারছি না।
এটাই জীবন প্রক্রিয়া
না-কি অন্য কোন কিছু??
জানতে ইচ্ছে করে --
০১/০৭/২২