আমার উচিৎ হয়নি -
এই পৃথিবীতে জন্ম নেওয়াটা।

আমার  সাথে কারো কোনো মিল খুঁজে পাইনা আমি
যে কিনা আমাকে বুঝবে ; যার সাথে অন্তর মিলাবো
পৃথিবী বড় অদ্ভুত একটা গ্রহ
যেখানে অদ্ভুত এক প্রানী বাস করে-
যার নাম মানুষ।

কতো কতো চেহারার মানুষ
এক একজন দেখতে এক একরকম
তাদের মন গুলোও রকমারি।

জীবনের সাইত্রিশটি বসন্ত পার করেছি
এখনো খুব অচেনা মনে হয় এই পৃথিবীটা
আর কবে চিনবো পৃথিবী তোমাকে?
চুলেতো পাক ধরে চলেছে!!

আমি মনে হয় হেরেই গেলাম
ভেবেছিলাম এইতো সামনে একটা কিছু হবে
সামনে সামনে করতে করতে  ;
সময়টা প্রায় ফুরিয়ে গেলো।
আর কবে কি হবে?

প্রতিক্ষা আর নয় - যা বুঝবার তা বুঝে গেছি।
এখন আবার একের ঘরের নামতা শিখতে
বসে যেতে হবে।।


০৯/০১/২০২২
গাজীপুর