হে ২০২০ সাল
তুমি যখন এলে এই পৃথিবীর বুকে
তখন কোটি কোটি মানুষ তোমাকে
স্বাগতম জানিয়ে বলেছিলো-
পুরাতন বছরের সমস্ত দূঃখ বেদনা ভুলে
নতুন বছর বয়ে আনুক সবার জীবনে
অনাবিল সুখ ও সমৃদ্ধ।।

সে বেশি দিন আগের কথা নয় ;
এইতো কয়েক মাস মাত্র।
তার পরেই তুমি দেখালে তোমার রুপ
প্রিয় ২০২০ সাল।

তুমি দিয়েছো লক্ষ লক্ষ লাশ
একেকটি লাশ শুধু লাশ নয় -
কারো- বাবা
কারে - স্বামী
কারো - নারী ছেরা বুকের ধন।  

তুমি কি জানতে?  
গতকালও তোমার লাশের সারিতে
যে মানুষটির লাশ যুক্ত হয়েছে সে ছিলো -
এই পরিবারের একমাত্র অবলম্বন
পরিবারের মুখে দুমুঠো ভাতের জোগাড়
তাকেই করতে হতো
ছোট ছোট ছেলে দুটোর স্কুলের খরচ
বৃদ্ধ বাবা মায়ের ঔষধ
সবতো তারই উপর ছিলো
তুমি জানো না হে ২০২০ সাল তুমি কি করেছো।

কোন রক্ত নেই ; নেই কোন
স্টেনগান মেশিনগানের শব্দ
নেই কোন পারমানবিক বিস্ফোরণের তান্ডব
যুদ্ধ বিমানের বিকট শব্দও নেই
তবুও হাজার হাজার লক্ষ লক্ষ লাশ
কি এক নিরব যুদ্ধ
২০২০ সাল তুমি দিয়েছো।  

যারা বেঁচে থাকবে এই বিধ্বংসী
২০২০ সাল থেকে - তারা হয়তো
মনে রাখবে তুমি কি নিয়ে এসেছিলে পৃথিবীতে
আর নয় ; অনেক হয়েছে
এবার একটু থামো
তোমাকে থামতে হবে
আর দেখতে চাই না তোমার ধ্বংসলীলা।

১১/৫/২০