আমি বেঁচে আছি -
এখনো বেঁচে আছি এই পৃথিবীতে।
যখন চারদিকে দাও দাও করে জ্বলছে
দগ্ধ চিতার আগুন
আকাশে বাতাসে শুধু কান্নার আহাজারি
মানুষ মানুষের ছায়া দেখে
ভয়ে চিৎকার দিয়ে উঠে
কবর স্থানে লম্বা লাশের সারি
শহরে নেমে আসে নিথর রাত্রি
তখনও আমি বেঁচে আছি।।  

প্রভু তোমার রহমতের দৃষ্টিতে রেখো
জানি পাহাড় সমান পাপের বোঝা নিয়ে
এখনো বেঁচে আছি তোমার পৃথিবীতে।

যখন দেখি কয়েক মাসের দুধের শিশুটাও
মহামারীর ভয়াল থাবায় হারিয়েছে তার
একমাত্র বাঁচার অবলম্বন প্রানপ্রিয় মাকে
ভয় হয় প্রচন্ড ভয় হয়
তোমার রহমতের চাদরে ঢেকে দাও
আমার প্রভু।

সারা পৃথিবী আজ নিথর নিস্তব্ধ
আগের মতো আর কোথাও কোলাহল নেই
জনপদ জুড়ে শুধু হাহাকার
শহরে শহরে মৃত্যুর মিছিল
ভূলে গেছি কেমন ছিলো আমার পৃথিবী
তুমি ক্ষমা করে দাও আমাদের
ফিরিয়ে দাও আমার সে সুন্দর পৃথিবী।।


২৮/০৪/২১
গাজীপুর