বৃষ্টি নামে বৃষ্টি নামে
আমার ঘরের চালে
ব্যাঙ গুলো ডেকে চলে
নীলমণিরও খালে ।
আম কুঁড়াতে আম বাগানে
যাই যে সবে মিলে
কাচা পাকা আম যে কুঁড়াই
আম গাছেরও তলে ।
জাম তলাতে রঙ্গিন করতে
জামের শাখে উঠি
বকা দিয়ে মা যে আসে
হাতে নিয়ে লাঠি ।
মাগো আমার ভালো লাগে
বৃষ্টি ভেজাদিন
কোন দিনও শোধ হবে না
আমার দেশের ঋণ ।
০৪/০৬/১৯