৭ই মার্চের বঙ্গবন্ধুর সেই জ্বালাময়ী ভাষণ  
রক্ত যখন দিয়েছি আরও দেবো – তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ।
সেই থেকে বাঙ্গালীদের মগজে শুরু হলো – স্বাধীনতার চাষাবাদ  
ধিরে ধিরে উর্বর হতে থাকল সে আবাদি জমি ।
তারপর যখন ২৫শে মার্চের ভয়ালো কালো রাতে  
বাঙ্গালীদের উপর শুরু হলো নির্মম গুলিবর্ষণ
রক্তের সাগরে রক্তিম হলো ঢাকার রাজপথ, অলিগলি ।
তারপর মেজর জিয়ার দিপ্ত কণ্ঠে ভেসে এলো স্বাধীনতার ঘোষণা
বীর বাঙ্গালীরা আবার ঘুরে দাঁড়ালো ।

শুরু হলো ইতিহাস লেখা
সোনার অক্ষরে লেখা হলো এ রক্তক্ষয়ী ইতিহাস ।
লাল রক্তে ভেজা এ ইতিহাসের প্রতিটি পাতা -
এখানে আছে সাধারণ মানুষের ইতিহাস
কৃষকের ইতিহাস, কামারের ইতিহাস, মেথরের ইতিহাস
দিনমজুরের ইতিহাস, ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের ইতিহাস
পুলিশ, সেনাবাহিনী, বি ডি আর , আনসার বাহিনীর ইতিহাস
হাজার হাজার মা বোনদের সম্ভ্রম হারানোর ইতিহাস,
তারামন বিবির মত হাজার বীরের ইতিহাস  

তারপর হাজার ইতিহাসকে স্তব্ধ করে দিয়ে দীর্ঘ নয় মাস পর-  
সৃষ্টি হল একটি পরিপূর্ণ ইতিহাস
বিজয়ের আলোয় আলোকিত হলো ১৬ই ডিসেম্বর ১৯৭১ ।


১৬/১২/১৭