বাবা তোমার ঘামে ভেজা ছেরা জামাটা
আমাকে দিও –
আমিও তোমার মতো বাবা হতে চাই ।

যে বাবা- দুপুরের রোদ মাথায় নিয়ে  
খালি পায়ে হেটে চলে স্বপ্ন পুরনের আশায় ;
পাজর ভাঙ্গা শীতে সূর্য্য উঠার আগে  
জমিনের বুক চিরে লাঙ্গল চালায়
রঙ্গিন দিনের অপেক্ষায় ।
আবার যখন আকাশ জুড়ে মাতাল করে মেঘেদের গর্জন    
তখনো খোলা আকাশের নিচে বুক পেতে দাও
অন্নের প্রয়োজনে –
তাই আমিও তোমার মতো বাবা হতে চাই ।

বাবা তোমার ঘামে ভেজা ছেরা জামাটা
আমাকে দিও –
আমিও তোমার মতো বাবা হতে চাই ।

০২/০৬/১৯