আমার কবিতার আয়োজন দেখে
তুমিইতো বলেছিলে মুগ্ধ চোখে
জীবনে কিছু চাওয়ারতো নাই
প্রিয় কবি আমি তোমার
প্রিয় কবিতা হতে চাই।।
সেই দিন থেকে তোমার প্রিয় কবি আমি
আমার কবিতার প্রতি লাইনে তুমি
সকালের শুভ্রতা বিকেলের স্নিগ্ধতায়
স্বপ্ন বিলাও শুধু
আমার দুচোখে।।
যখন শত কবিতার পান্ডুলিপি হলো
ঘর বাঁধার চোখে স্বপ্ন এলো
তখন আমার কবিতা বলাকা হয়ে
উড়ে চলে গেলো
কেবা তাকে বেধে রাখে।।
২২/৫/২০
রাজিব পুর