খুলে দিলাম আমার শার্টের বোতাম
আমার বুকের পাজর ভেঙ্গে —
যতো খুশি রক্ত চুষে নাও ; তবুও আমাকে
স্বাধীনতা দাও।
কেন এখনো মিতুদের শরীরে চলে
পিচাশের লাঙ্গল ; কেন বিশ্বজীতের রক্তে ভাসে কালো পিচডালা রাস্তা?
কেন সাগর রুনির চৌকাঠে স্বাধীনতা আজ অর্থহীন?
আমি একাত্তরের রক্ত দেখিনি ; দেখিনি হাজারও
লাশের পাহাড় কিন্তু লক্ষ শহীদের দেশে
এখনো লান্ছিত হয় কত শত মা বোন
কত ভাইয়ের রক্তে ভিজে শার্ট
লক্ষ বেকারের চোখের জলে ভেজা
আজ আমার মুমূর্ষু স্বাধীনতা।
আমি আমার স্বাধীনতা চাই —
যে স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলো লক্ষ লক্ষ
স্বপ্নবাজ বাঙ্গালী ভাই বোনেরা।
25/03/18