লকডাউন আর ভালো লাগে না!
শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেন!
আগের মত আনন্দ ঘন আমাদের
পড়ালেখার আমেজ ফিরিয়ে দেন!
আমি একজন ছাত্র বলছি পড়ালেখায় মন নাই
সারাক্ষণ শুধু বাজে বাজে কাজে সময় পার করাই!
পাঠ্য বই দেখলে আমার ভীষণ বিরক্ত ও ভয় লাগে
আমিতো খুব ভালো ছাত্র ছিলাম এক বছর আগে।
ও মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ভীষণ দরকার।
আমাদেরকে শিক্ষাধিকার থেকে দূরে রেখে
জাতিকে মেধাশূন্য করা এমন কী দরকার?
অনলাইন ক্লাস শেষে গেমস ও আড্ডায় মন যায় চুটে
মন ও মস্তিষ্ক তখন শুধু মোবাইলই নিয়ে যায় লুটে।
খাওয়া-দাওয়া ও কোন কাজে পায়না অবিভাবক
ভবিষ্যতের কথা বললে বলি যা মন চায় তাই হোক।
বয়স আমার শুধু শুধু বেড়েই চলছে
চাকরিও ঘুষ ছাড়া কোথায় পাইনি!
আমার বিয়ের কপালে ঠাড়া পরছে
এলোমেলো ফ্যামেলিও গোছাইনি।
আপনি বলবেন করোনা আছে এটা কি জানো না?
আমি বলবো সবতো খোলা কেন প্রতিষ্ঠান খুলেন না?
করোনা যদি সারাজনম থাকে তখন কী করবেন?
আমার মত শিক্ষার্থীদেরকে কি সব দিকে মারবেন?