হাট্টিমা অর্থ শামুক


হাট্টিমাদের আনতে গেলাম
আমাদের ঐ মাঠে
গিয়ে দেখি তাঁরা ওরে
শিং বের করে হাঁটে।

যখন আমি ধরতে গেলাম
শিং গুলোতো নাইরে
ওমনি সময় আমি তাদের
ব্যাগে নিলাম ভাইরে।

হাট্টিমা কী? বলো দেখি
পারবা নাকি তুমি?
পারতে যদি চাও যে ওহে
দেখো গাঁয়ের ভূমি।

দেখবা অনেক হাট্টিমারা
মাঠে পাড়ে ডিম বাহ!
সেখান থেকে বহু তাদের
ফুটবে বহু ছা আহ!

হয়তো তবু বুঝোনি ভাই
হাট্টিমা যে কী সব
শামুক কিন্তু ভেবে দেখো
সৃষ্টি করছেন তা রব।

বৃষ্টি হলে হাট্টিমা সব
মাটি হতে আসে
সাদা সাদা ডিম পাড়ে ঐ
দেখছি কতো ঘাসে।

ছোট্ট বেলা বহু হাট্টিম
কেটে দিতাম হাঁসকে
তারা খেয়ে মজা পেতো
জানো কি তা আজকে?

হাঁসের প্রিয়ো খাবার হলো
ছোট বড় হাট্টিম
বিলে ঝিলে ডুবে তারা
খাচ্ছে যে বেশ টিম টিম।

হাট্টিমেরা হাঁটে দেখো
টিম টিম করে পথে
কাউকে দেখলে পালায় তারা
হোক না দিনে রাতে।

হাট্টিমা টিম হাট্টিমা টিম
আমার গাঁয়ে আছে
হাট্টিমা টিম হাট্টিমা টিম
চেনা সবার কাছে।

হাট্টিমাদের খোলস শক্ত
মাংস খুবই নরম
হাট্টিমারা লুকায় দেখো
যখন লাগে গরম।

কভু জলে কভু ভূতে
চুপটি মেরে থাকে
হঠাৎ কেহো আঘাত করে
জীবন দুঃখে আঁকে।





ছড়া স্বরবৃত্ত
৪+৪+৪+২