ঋতুর পালা বদল
মিফতাহুল জান্নাত খাদিজা
★★★★★★★★★★★★★
আমি না থাকলেও গ্রীষ্ম আসে,
আসে হেমন্তের নবান্ন উৎসব।
পাখিরা মিষ্টি সুরে গায়,
নীলাভ পাহাড়ে মৃদু বাতাস বয়।
রাতের আকাশে চাঁদটাও হাসে,
প্রফুল্ল মনে জোনাকিরা ভাসে।
কোকিলেরা কুহু ডাকে,
চাঁদনী রাতে গাঙে
ডিঙি নৌকাটাও চলে।
তবে আর কী?
জ্বলছে অভিমানের ফুলকি,
দিবারাত্রি আমার স্মরণে প্রকৃতি,
তবুও আমায় ছাড়া পালাবদল ঘটে সবই।