প্রিয়
মিফতাহুল জান্নাত খাদিজা
★★★★★★★★★★★★★

কোনো এক বিকেলের তুমিটা,
হঠাৎ একটি গোলাপ নিয়ে এসে
রাঙিয়ে দিও ক্লান্ত এ মনটা।

তোমার আগমনে
অঝোরে বৃষ্টি নামবে
মনের বাগানে।

ওগো বৈশাখের ধমকা হাওয়া,
তুমি আমার জীবনের
অজানা এ কোন মায়া?

তোমার আগমন ক্ষণে ক্ষণে
জড়িয়ে থাকে
হৃদয়ের গহীন কোণে।

তুমি শুনতে কি পাও, ওগো প্রিয়?
আমার মনের সকল আকুতি
তোমার সঙ্গী করে নিও।