খানিকটা স্নিগ্ধতা

মিফতাহুল জান্নাত খাদিজা
★★★★★★★★★★★★

শহরের শত কোলাহল মাঝে,
পূর্ণিমার চাঁদ অপরূপ সাজে।
কত অস্থির মনকে শান্ত করতে চায়,
মৃদু বাতাস আর স্নিগ্ধতায়।

শহুরে জীবনের প্রশান্তির তরে,
চাঁদটা যেনো জোনাকির খোঁজে।
যানজটের তীব্র শব্দের বদলে,
হারাতে চায় পাখির কলকাকলির ধ্বনিতে।

একা দাঁড়িয়ে ঐ নারিকেল গাছের সারি,
খুঁজে বেড়ায় কত নদী বাহারি।
চাঁদের আলোর কতশত প্রচেষ্টায়,
শহর সেজেছে খানিকটা স্নিগ্ধতায়।