কাজী নজরুল ইসলাম
মিফতাহুল জান্নাত খাদিজা
★★★★★★★★★★★★★
বিদ্রোহী কবি নজরুল,
মাথায় তার কুঁকড়া চুল।
জেলা বর্ধমান,
চুরুলিয়া তার গ্রাম।
ছোটবেলা থেকে
দুঃখ-কষ্ট, অনাদরে,
বড় হয়ে শেষে
দুঃখ ঘুচিল জীবনে।
নজরুল মানেই আগুনের শিখা,
সাম্য-সত্যের অনন্ত প্রেরণা।
ঝড়ের ধুলুনিতে, বিদ্রোহী গানে,
সঞ্চার জাগে প্রতিটি হৃদয়ের কোণে।
নজরুল গাহে মুক্তির চির অমৃতবাণী,
অন্যায়ের বিরুদ্ধে কঠোর তাহার বদনখানি।
ভয় কী? কেমন জানে না সে,
কণ্ঠে তাহার কেবল বিজয়ের গান বাজে।
নজরুলের কণ্ঠে উত্তাল গগন-বাতাস,
মনে-প্রাণে শুধুই আনন্দ-উচ্ছ্বাস।
অত্যাচারিত-নিপীড়িত মানুষের পাশে,
শক্তি, সাহস আর মুক্তি নিয়ে আসে।
নজরুল নাই, তবু বেঁচে আছে সে,
প্রতিটি হৃদয়ে, কথায়, গানে, সুরে।
তাহার স্মৃতির স্মরণ ঘিরে,
বিদ্রোহের ধ্বনি যুগে যুগে ফিরে।