জীবনের সুখ
মিফতাহুল জান্নাত খাদিজা
★★★★★★★★★★★★★
জীবনের ক্রান্তিলগ্নে এসে,
কত জটিল, কঠিন উপলব্ধিতে—
ভেঙে না পড়ে শিখো...
সমাধান কত লুকিয়ে রয়,
তবে জীবন চলার পথে কেনো এতো ভয়?
অভিযোগের অধ্যায় শেষে,
সকল পরিস্থিতি মানিয়ে নিয়ে—
উল্লাসের গান তব লিখো...
সকল দুঃখকে পেছনে রেখে,
সর্বদা বিজয়ের কথা যারা কয়,
জীবন তাহাদের কতই না সুন্দর হয়!
অভিমানের অসম প্রান্ত পেরিয়ে,
স্নিগ্ধতা গায়ে জড়িয়ে—
সুসম প্রান্তে দেখো...
স্মৃতির মহুয়া বয়,
ভাবো তো, জীবন কত সুখময়!