বুঝবে কি আমায়

মিফতাহুল জান্নাত খাদিজা


---

এমন কি একজন মানুষ হবে,
খুঁজবে যে আমায় দূর নীলিমায়?
পাতার ফাঁকে, তারার ভিড়ে,
সুরেলা সন্ধ্যায়, প্রবাহিত ঝর্ণায়?

হারাবো যখন খুব অচেতন,
তরঙ্গ মাঝে, রোজ প্রহরে,
ব্যাকুল মন খুঁজবে কি তখন
দূর আকাশে, কিংবা সাজে?

অভিমানটা কি খুঁজবে?
একটু আমায় বুঝবে?
অর্ধকথার পূর্ণতা,
তার কাছে বুঝি থাকবে?

মাঝরাতে বেলকনিতে,
পুকুরপাড়ে নয়তো বিলে,
জামতলায়, হয়তো ছাদে—
হারাবে কি আমার পাগলামিতে?

চাই যদি আজ দূর পাহাড়ে
পাড়ি জমাই সন্ধ্যা রাতে,
চাঁদের আলোর স্নিগ্ধতায়,
তবে কি আমায় সঙ্গ দিবে?

বকবে বুঝি খুব বেশি,
থাকবো যখন এলোকেশী?
বৃষ্টিতে কি ভিজবে সাথে
কোন এক অজানা রাতে?

চোখ দেখে কি বুঝতে পারবে—
শত বায়না জমে আছে?
অব্যক্ত ভাষার আড়ালে,
কষ্ট যদি লুকিয়ে থাকে?

কান্না মাখা জলের ফোঁটা,
কাঁপবে নাকি শরীর গোটা?
আশ্বস্ত স্বরে বলবে তখনই—
"এই পাগলী, ভয় পেলে নাকি?"

নীরবতা কি খুব বিরক্তি?
চাও কি তবে একটু মুক্তি?
চুপসে থাকা ঠোঁটের ভাঁজে
হাজার কথা লুকিয়ে থাকে।

খুব অভিমানী, তা তো জানো,
তবে কেন এমন করো?
হারিয়ে যদি যাই কখনো,
ভাববে কি আমায় রোজ তখনও?