আমার অনুপস্থিতি
মিফতাহুল জান্নাত খাদিজা

কত দিন লেখা হয় না কবিতা,
তবে কি অস্তমিত হয় না
সন্ধ্যার সবিতা?

আমি নেই বলে কি
গ্রীষ্মের প্রলয়-তাণ্ডবে
কেউ খোঁজে না মুগ্ধতা?

বর্ষার ছলছল জলে,
হারিয়ে যায় কি কেউ
        অঝোর বাদলে?

শরতের সাদা কাশফুলের ছোঁয়ায়,
করে কি মন হারিয়ে যায়
        বিকেলের স্নিগ্ধ আলোকছটায়?

হেমন্তের গাঙচিলের ঝাঁকে,
দোলা দিয়ে যায় কি
          কারও হৃদয়ের মাঝে?

শীতের সকালে ঘন কুয়াশার মাঝে,
আমার মতো করে কি কেউ
                    শীতলতা খোঁজে?

বসন্ত?
সে তো সবারই প্রিয় ঋতু!
কিন্তু আমার জন্য কি সে সাজে
           অজানা কোনো উল্লাসে?