আজব যাত্রা
মিফতাহুল জান্নাত খাদিজা
★★★★★★★★★★★★★
হন্ত হয়ে ছুটছ কোথায়?
মন্ত সাহেব বলল,
ওই যে দেখ, পাতায় পাতায়
মৌমাছিরা চলল।
দেখব সকল দেশগুলোতে
করছে কে যে কী,
সন্ধ্যা হলে ফিরব ঘরে,
হবে কি মস্তি!
এই যে শুনো, একটু থামো,
দমদমিয়ে কোথায় চলো?
ইশ! কী হলো? তাড়াতাড়ি বলো,
মন সাজিয়ে টলোমলো।
দেখতে গিয়ে পাখপাখালি,
প্রহর হলো শেষ।
ভুবন জুড়ে রইল লেগে
আনন্দ-আবেশ।
দিগন্তের ঐ দূর্বা ঘাসে,
সন্ধ্যা-মেঘের দূর আকাশে,
মন যে আমার গুঞ্জরিছে—
কোথায় নিরুদ্দেশ?
চাপা বনের ক্লান্ত হাওয়ায়,
অশান্ত ঘ্রাণ এ মন মাতায়,
অঙ্গবিহীন আলিঙ্গনে
সকল সুরের রেশ।
শুনো তবে, আমায় নেবে?
তোমার সনে ওই বাগানে
চলো চলো, দুলিয়ে কেশ,
আনন্দ হবে বেশ!