জীবন ও সম্পর্ক অংকের মতো!
আপনার প্রেমিক/প্রেমিকা
হলো গুণের মতো....
ধরুন (প্রেমিক/প্রেমিকা=দুই)
আপনি দুই দিলে চার. তিন দিলে ছয় হবে।
আর যদি শূন্য দেন?
কী হবে? সব কিছু শূন্য হয়ে যাবে
এতদিনের অংক।
ভাই/বোন হলো ভাগের মতো....
বাবার যা আছে সব ভাগ করে নেয়
আদর–ভালোবাসা বা টাকা।
(জায়গা–জমিসহ)
বাবা/মা হলো যোগের মতো.....
আপনার যা আছে তা থাকবেই
সাথে আরো কিছু তারা যোগ করবে।
আপনি শূন্য থাকলেও শূন্যের সাথেও
যোগ হবে।
(যেমন জন্মের সময় শূন্য ছিলেন)
বাকি রইলো কী?— বিয়োগ।
জীবন থেকে সম্পর্ক বিয়োগ হলে....
মানুষের মৃত্যু হয়।
[যেহেতু: মৃত্যু হলে সব সম্পর্ক শেষ হয়ে নাম হয়ে যায় লাশ]