ভয় তোমাকে পেতেই হবে!
গ্রাস করা হবে অধিকার— এক গ্লাস;
মদের মতোই ঢুকে যাবে জীবন—
অবৈধ শাসকদের গলায়।
যারা একসাথে মসজিদ ও বেশ্যালয়
গিলে যায়— অনবরত!

উত্তপ্ত আগুনে মস্তিস্ক ভস্মীভূত
হবে তোমার— সেই বোনটির কথা ভেবে যার
মৃতদেহ নদীতে ভেসে হয়েছিল খাদ্য!
কাঁকড়া ও অন্যান্য জলজপ্রাণীর ।
বিচার চাও তুমি?
কার কাছে চাওয়া যায়?
চারিদিকে তাকিয়ে দ্যাখো—
সারি সারি ধর্মালয় ও ধর্মযাজক!

তুমি হয়তো খুঁজে পেয়েছো!
(অনেক চেষ্টা করার পর)
তোমার বোনের খুনিদের—
কিন্তু তুমি প্রমাণ করতে ব্যর্থ এবং তুমি
খুবই আশ্চর্য এই ভেবে যে—
নর্দমায় হঠাৎ গজিয়েছে তুলসী।

তোমার কথা বিশ্বাস করা হবে না
তোমার কাছে প্রমাণ আছে!
নেই   পেশ  করার  অধিকার।

জোর করে অধিকার আদায়ের চেষ্টা করতে
দেখলে—
তোমাকে বিক্রি করা হবে মৃত্যুর কাছে!
তুমি আশ্চর্য হবে!(যদিও তা লাভহীন)

তোমাকে গ্রাস করা হবে
মাতাল শাসকদের দ্বারা!
যেখানে বিদেশি
মদের মতোই ঢুকে যাবে শাসকদের গলায়!

তারপর;
একদিন তোমাকে খাবে সামান্যতম
পিঁপড়ের দল!
তুমি অবাক হয়ে যাবে
ভয় তোমাকে পেতেই হবে।