হে সন্ন্যাসী দূর পরবাসি কোথা চলিছো ভাই?
বহুকাল ধরে এ এলাকাতে মনুষ্যত্ব নাই।
এখানে ছিলো যারা
চলার পথে বাধা পেয়ে বিতাড়িত হয়েছে তারা।
এখানে ছিল কত জ্ঞানীগুণী কত রত্নাকর
অমানুষের পদ আঘাতে পালিয়েছে ছেড়ে ঘর
আজ খুজিলে পাবেনা আর হারানো সেই রতন
ছিলো যবে করেনি কেহ যত্ন মনের মতন।
আজকে দিশেহারা
জ্ঞানের সুধা হারিয়ে দেখো ঘুরছে পাগলপারা
তর্কে তর্কে দিন বয়ে যায় রাত্রি আসে নেমে
জ্ঞানহীনেরা চলছে দেখো দেখেনা একটু থেমে
কোথা হতে পাবে অমৃত চারিদিকে আজ পাপ
ঘুরিয়ে পেচিয়ে খেলছে খেলা তিক্ত অভিশাপ।
প্রাণের সন্ন্যাসী
কান্না এসে ভিড়েছে মুখে মলিন হয়েছে হাসি
বুকে আজকে প্রচুর ব্যথা তোমার তরে তে কই
মানুষ হয়ে মেরুদণ্ডহীন কিসে বেঁচে রই?
কথা বলো তুমি হাসছো কেন মিছে বলছি আমি?
বধূরা এখানে যুদ্ধে নেমেছে পায়ে পিষে স্বামী।