এসেছে কালিয়া
দেখো চোখ মেলিয়া
মান করে ঘুমাইয়া আর থেকো না!
কদমতলাতে বলো কেনো আসো না?
ও বন্ধু
তোমারো আশায়
দিনের পর রাইত যায়
না দেখার কষ্ট বুকে সহ্য হয়না
ভুলিতে পারিনা তোমার চাঁদ মুখখানা!
বুকের মাঝেতে করে বিরহ-বেদ্না।
বন্ধু
আমারে কথা দিয়া
রইয়াছো ঘুমাইয়া
তোমায় ছাড়া একা আমার বাঁশি বাজে না
বাঁশরী কাঁদে বলে রাঁধে রাঁধে
সেই কান্না কি তুমি শুনিতে পাওনা?
বন্ধু
তোমার আমার পিরিতি
বিশ্বময় এই স্মৃতি!
দুনিয়া থেকে কেহ মুছতে পারবেনা
রাসেল মিয়ার এই গান ভালোবাসার সম্মান
একজন দুজনেতে হলো বর্ণনা।