প্রাণের বন্ধুয়ার বাঁশি
করিলো উদাসী
সর্বনাশা বাঁশি সব কেড়ে নিলো
জ্বালা দিয়ে গেলো
আমার মনে বড়ো জ্বালারে দিলো
জ্বালা দিয়ে গেলো।
বন্ধু আমার কালাচান
তারে লোকে করে অপমান
কয়লার চেয়ে কালা চেহারাটা তার
আমার কালা বন্ধুই ভালা
কালাই গলার মালা
আমার আন্ধার জীবনের
পূর্ণিমার আলো।।
বন্ধুর বাঁশের ও বাঁশি
যেন বিষের শিশি
দিবানিশি আমায় পাগল করিলো
তিমিরও রাতে বাঁশির ও সাথে
আমার নাম ধরে সুর তুলিলো।।
মনের দুঃখ কারে কই?
একলা সইয়া রই
বুঝবি না তোরা সই
কি ব্যাথা ধরিলো
কালার ও বাঁশি যেন কুলবিনাসী
রাসেল রে চিরদাসী
করিয়া নিলো।।