ভুল বুঝে চলে গেছো
শুনে অন্যের কথা
না জানিয়া না বুঝিয়া
দিলে কঠিন ব্যথা।
ভালোবেসে কাছে এসে
আপন করে মোরে
মিথ্যে একটা অভিমানে
কেমনে গেলে ছেড়ে
দয়া নাই তোমার অন্তরে
দয়া নাই তোমার অন্তরে
এটাই সত্য কথা।।
হয়ে শক্ত তোমার ভক্ত
থাকতে চাইলো এই মন
সেই মনেরে পোড়াইলা
দিয়া চিতার দহন
বুঝিনি তো হবে এ মন
ও,,,,,,ও,,,,,ও,,,,,ও।
বুঝিনি তো হবে এ মন
ঝড়বে গাছের পাতা।।
সিক্ত মনে প্রয়োজনে
চেয়ে সুখের চাদর
রিক্ত হাতে ফিরলাম শেষে
বঞ্চিত অনাদর
পেয়ে বঞ্চিত অনাদর।
রাসেল মিয়ার কাঁদে অন্তর
রাসেল মিয়ার কাঁদে অন্তর
শুন্য প্রেমের খাতা।।