জাতের বড়াই করে করে
মানুষ মারে মানুষেরে
দুঃখ বলবো কারে বন্ধু
দুঃখ বলবো কারে?
ভিন্ন নামে ডাকাডাকি
কেউ বলে চোখ কেউবা আঁখি
সত্য কাজে সবাই ফাঁকি
শুধু মিছে গর্ব করে।।
বাপ দাদার সংস্কৃতি যতো
পালন করে মনের মতো
ভাগ করিয়া অবিরত
ভিন্ন জাতের পিছে ঘুরে।।
ধর্ম খুঁজে মরলিরে মন
চিনলিনা তুই মানুষ রতন
শাস্ত্র শ্লোকে অবচেতন
ঘুরলি হাওয়ার লেজে ধরে।।
কবে হবে সব ধর্ম এক
জাগবে মনুষ্যত্বের বিবেক
রাসেল বলে দেখ খুঁজে দেখ
সবই একজন তরে।।