তোমার জন্য যে মইরা গেছে — তারে
একটা ফুল দিও!
দেশের লাইগা যারা মরে —
তাদের স্বরণে ফুল দেয় দেশের মানুষেরা।
তুমিও তারে একটা ফুল দিও—
গোলাপ লাগবে না.....লাল জবা দিও!
কোনদিন দিতে হবে জানো?
কোনদিন তারে স্বরণ করবা? —জানতে চাও?
যেদিন তারে বইলা ছিলা
"তুমি আমারে ভুইলা যাও"!
তারে ফুল দিও — সে কিন্তু আর বাঁইচা নাই!
ভালোবাসা মরে গেলে
মানুষও মইরা গিয়া
দেহের মাঝেই লয় কবরের ঠাঁই।