জাতের দোহাই দিচ্ছো আমায়
      তুমি জাতে ব্রাহ্মণ
চন্ডাল বলে হেলা করে মোরে
     অপমান করছো ভীষণ।

  অথবা তুমি ধনীর দুলাল
    আমি অসহায় গরীব
বুকেতে লাথি মেরে আমার
    বলিলে ঘৃণ্য জীব।

জাতের কারণে তুমি হলে বড়
  তাই করছো জাতের বড়াই
  বড় যারা ধন্য ছোটরা ঘৃণ্য
  এই জাত নিয়ে আজ লড়াই।

কে করলো আমায় মুজুর-কুলি?
     তোমারে করিছে রাজা!
মানুষ বলে আর চেনোনা মোরে
     জাত ধর্ম নিয়ে দাও সাজা।

শুনো,এ তোমার বড় ভুল বন্ধু
  তাই আচরণ করছো পশুর
দেবতারে তাই লাথি মেরে তুমি
     দেখালে শক্তি অশুর !