যেন রাতের বিছানা
যার আবিষ্কার হয় খুব গোপনে একান্ত
কাছের পরিবেশে—নিরবে নিভৃতে
কানে কান ফিসফিসে —আস্তে বলো সন্ধিতে।
মিথ্যা কেবল নিত্য সঙ্গী নৃত্য করে সামনে
যার কৌশলে তৈরি হওয়া
পোষাক আমার আপাদমস্তক ভিত্তি!
কী আচানক এই পৃথিবী!
কদরবানু কদর হারা আদর নিলো চোরে
দিনে করে পরকিয়া রাতের পি'ছে ঘুরে।