এখন আর আগের মতো শীতে
অতিথি পাখিরা আসে না!
তাদের কমে যাওয়ার কারণ —আত্মীয়নাদর!
প্রাচীনকালে এক সময় মানুষ বাঁচার জন্য খেতো
আর এখন
খাওয়ার জন্য বাঁচে!
অদ্ভুত ভাবে হারিয়ে গেছে আমাদের ঐকতা–
আমাদের মায়া মোহ ভালোবাসা
সবই গ্রাস করেছে টাকা
যেন একান্ত প্রয়োজনের বিশাল সিন্ধুতলে
হারিয়ে গেছে প্রাণ খোলা
দিক দিগন্ত ছুটে চলা নাবিক।
আমরা ভ্রষ্ট হয়েছি নষ্ট করে শেকড়ের মূল
আমাদের মায়া ভরা বন্ধন
দিনে দিনে হারিয়ে গেছে
কোন বৃদ্ধ ময়ূরীর গা থেকে খসে পরা অপরূপ পালকের মতো।
যেটুকু ঘিরে বেঁচে আছি তা শুধুই প্রয়োজন
প্রয়োজনের জন্যেই করছি
কান্দন, বন্ধন, রন্ধন, সম্বোধন সবকিছু।