অতঃপর আমি একদিন হারিয়ে যাবো!
হয়তো এখন নয় আজ নয় অন্য দিন।
তবে হারিয়ে যেতে এখনই আমার মন চায়
যেন হারিয়ে যায় এই যানজট এই ঘৃণা থেকে।
এতটা কষ্ট এতটা ঘৃণা এতটা লজ্জা নিয়ে
বাঁচতে হয় কিন্তু বেঁচে থাকাটা খুবই কষ্টকর।
আত্মহত্যা করা মহাপাপ বলে যে বিধান আছে
যদি এমনটা কখনও বলা না থাকতো?
ভাবতে স্বাভাবিক হলেও পৃথিবীর জনসংখ্যা
অর্ধেক কমে যেত, হয়তো তার চেয়েও বেশি।
বেঁচে থাকা মানুষগুলো সবাই আনন্দে নেই
সবার জীবনেই আনন্দের বীণা বাজে না।
কারো কারো ভিতরে আগুনের বীণা সুর তুলে যায়
সেই কাজী নজরুলের অগ্নিবীণা ।