শূন্য দিগন্তে তাকালেই
দেখতে পাই তোমায়,
একরাশ শুভ্র মেঘ
অঙ্গুলী ইশারায়
বারংবার কাছে ডাকছে আমায় ।  
সীমাহীন ঐ গগণপ্রান্তে
তুমি একখন্ড নীল
যার ব্যপ্তি এই হৃদপিন্ড থেকে
মিলে গেছে কোনো এক
অদৃশ্য সীমানায়... ।

শূন্য দিগন্তে তাকালেই
দেখতে পাই তোমায়,
সবুজ বৃক্ষ পল্লবে
হোঁচট খাওয়া মৃদু বায়ু
কড়া নাড়ে প্রকৃতির দ্বারে,
জীবন্ত করে তোলে স্বপ্নগুলো ।
তুমি হৃদয় ছোঁয়া সমীরণ
প্রাঞ্জল করে তোলো
ঘুমন্ত পৃথিবী ।
মোচর দিয়ে ওঠে
আমার চুপসে যাওয়া ভালোবাসা,
আমি উন্মাদিত হই
তোমার শিহরিত ছোঁয়ায়...।

(আংশিক)
০৯-০৮-২০১৩
কাব্যঃ মেঘের প্রাসাদ