জীবনের চলন্ত পথে আচমকা তোমার আগমন
আমার হিয়া মাঝে জাগিয়ে তুলেছে ঘুমন্ত যৌবন ।
তোমার অপলক চাহুনি আমাকে বিমোহিত করে,
নিজেকে হারিয়ে ফেলি ভ্রম সমুদ্রের অতল পাথারে ।
তোমার ছড়ানো এলো চুল আকাশের প্রান্তে এক খন্ড মেঘ,
যেন বুকের গহীনে ডেকে ওঠে ঘন বরষার বান ।
তোমার আঙুলের উষ্ণ ছোঁয়া আমার শরীরকে করেছে অবশ
আমার শরীরের উন্মাদনা খেই হারিয়ে দিয়েছে বাস্তবতার ।
এক অনন্ত শিহরণ অনুভূতির চরম সীমাকে করেছে অতিক্রম,
বুকের ভেতর নেচে যায় খেলে যায় এক উত্তাল তরঙ্গ ।
যখন তোমার নাকের ডগা ছুঁয়ে যায় আমার শুল্ক ঠোঁট
আমার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, থেমে যায় নিথর অসার দেহ ।
আমি পাগল হয়ে যাই, ঝুলতে থাকি শূন্যের মাঝে
আর খুঁজে ফিরি একটু খানি ঠাঁই, তোমার বুকের মাঝে ।