আজ
মাঠের আ’লে ঘাষের ফুল
বৈশাখী বায় খাচ্ছে রে দুল ...
দিচ্ছে উঁকি রঙিন গাঁয়ের পানে,
প্রজাপতি
যায় উড়িয়া হিজল শাখে
নানান রঙের চিত্র আঁকে
কল্পনাতে একলা আপন মনে ।
হলুদ রঙের ছোট্ট পাখি
বৈশাখী গান গাইছে ডাকি
মুখরিত করছে সকল গাঁ,
হিজল বনে আপন মনে
লুকোচুরির ঐ স্নিগ্ধ ক্ষণে
নেচে বেড়ায় ছোট্ট হলুদ পা ।
আজ
জমিদারদের আঙ্গিনাতে
বাজে সাঁনাই ঢোল বাঁশিতে
ছুঁয়েছে আজ বাঙ্গালীদের প্রাণ,
পান্তা ভাতের থালায় আজি
শুটকী ভর্তা ইলিশ ভাজি
কাঁচা মরিচ আর পেয়াজের ঘ্রাণ ।
সকল
পথের মোড়ে বালতি পুরি
লাল সবুজের ছড়াছড়ি
রক্তিম লালে রাঙ্গিছে সব যাত্রীরা,
নববর্ষের নব ছোঁয়ায়
সকলের মন ছুঁয়ে যায়
ছুটছে তেড়ে সকল কালো রাত্রীরা ।