কেটে গেল আজ বহুদিন
নাই কোনো তোর খোঁজ,
তোকেই ভেবে গুমড়ে হঠাৎ
কেঁদে উঠি রোজ ।
এমন করে কেনই বা তুই
হারিয়ে গেলি বল,
কেনই বা তুই করলি আপন
এ তোর কিসের ছল ?
কোন ইমেজে কোন পথেযে
পেলাম তোরে আমি,
তুই না থাকার বেদনাতে আজ
কাঁদছি দিবাযামী ।
গহীন রাতে রেলের ধারে
নিগূঢ় অন্ধকারে,
দম থেমে যায় বুক ফেটে যায়
যখন ভাবি তোরে ।
হঠাৎ যখন করলি আপন
পেলাম সকল সুখ,
কে জানিতো কখনো তুই
হইবি রে বিমুখ ।
পাওয়ার আশায় দুমড়ে ওঠে
আজো আমার এ মন,
মাথার উপর বজ্রপাতে
আঁধার দেখি ভুবন ।
এই বেদনা গভীর কত
বুঝবি কি বা তুই?
কতখানি কষ্ট পেলে
কান্নায় ফাটে ভূঁই ।
দেখিসনি তো নীল সাগরের
অশান্ত কল্লোল,
ক্যামনে মাপিস বেদনার ঢেউ
রক্ত চক্ষু জল ?
তোর এ দেহে নাই তো সে মন
করবি যা কুরবানি,
কীভাবে তুই বুঝবি আমার
হৃদয়ের কাতরানি ॥
.
পরিমার্জিত
ছন্দ : স্বরবৃত্ত
পর্ব : 3+1
মাত্রা : 4