প্রথমেই নিচে একটা অনুচ্ছেদ তুলে ধরার মাধ্যমে শুরু করছি....
.
     "পৃথিবী থেকে বিদায় নিলো আরো এক বসন্ত, গাছের গলা থেকে খসে পড়ে গেছে ফুলের শোভা । কোকিলেরা পাড়ি জমাচ্ছে অজানার দেশে । ফুলেরা আর থাকে না ভ্রমরের অপেক্ষায়, ভ্রমর আর ছুটে আসে না মধুর টানে । মৌমাছিরা হারিয়ে গেছে দূর অজানায় । শুধু আমি আজো বসে আছি তোমার প্রতীক্ষায়... ।"
.
উপরোক্ত গদ্যাংশটুকুতে সাধারণ কিছু কথা লিপিবদ্ধ করা হয়েছে ।
গদ্য বলতে আমরা বুঝি আলাপ করার ভাষা । আর রসাত্মক বাক্যকেই আলংকারিক পন্ডিতগণ সংজ্ঞা দিয়েছেন কাব্য ।
সেটা পদ্যের ক্ষেত্রে  হবে পদ্য কাব্য আর গদ্যের ক্ষেত্রে গদ্যকাব্য ।
.
এখন উপরের গদ্যঅংশটুকু পড়ার সময় চলার গতিটাকে নাচে পরিণত করে কোমরে একটু তাল দিয়ে ছন্দে দুলিয়ে
কবিতার মত করে আবৃত্তি করে দেখুন তো !
গদ্যকাব্য হয়েছে কিনা ?
.

পৃথিবী থেকে বিদায় নিলো আরো এক বসন্ত,
গাছের গলা থেকে খসে পড়ে গেছে ফুলের শোভা ।
কোকিলেরা পাড়ি জমাচ্ছে অজানার দেশে ।
ফুলেরা আর থাকে না ভ্রমরের অপেক্ষায়,
ভ্রমর আর ছুটে আসে না মধুর টানে ।
মৌমাছিরা হারিয়ে গেছে দূর অজানায় ।
শুধু আমি আজো বসে আছি তোমার প্রতীক্ষায়... ।"
.
বাকিটুকু  আগামীকাল
.