বালি হাঁসের কল কাকলি
পানির সাথে জোড় মিতালী
          পুকুরপাড়ে ছেলে মেয়ের অবাধ সাঁতার;
প্রতিনিয়ত ঘটছে সদা
আগের মতই, নাইকো বাঁধা
          তবে কেন কাটছে না তার আপন আঁধার ?
.
তাইতো ! আমার কাগজ কোথায় ?
কবিতা ক্যান নাইকো মাথায় ?
           লিখব আমি কিসের কথা বল্ ?  
যাচ্ছে কেন চক্ষু ভিজে  
কে দিবে মোর কাগজ খুঁজে
           আঁখির ডগায় জমছে কেন জল ?
.
তুই কি পারিস বলতে মোরে
ভাষা কোথায় ফেলছি হেরে ?
           বলতে পারিস লিখব আমি কিসের কথা ?
কলম কেন থমকে গেছে
চলবে আবার কোন ইমেজে            পারবি কি তুই ফোটাতে মোর স্বার্থকতা ?

.
ছন্দ:স্বরবৃত্ত
পর্ব: 6+1
মাত্রা: 4
.