তুমি কি পেয়েছ কভু এ ধরায় এমন ঝড়ের সন্ধান ?
বজ্র ঝঙ্কারে পল্লব-ঝুটি, পদাপ, প্রাসাদ পলকেই মহাশশ্মান ।
নুয়ে যায় রক্তফল, অশ্মত্থ, হিজল, বনস্পতি, শাল্মলী...
                                    জাপটে ধরি করে বন্যাঞ্জলী ।
               শাখা শির কান্ড ধরিয়া আছরায়,
               গুমরে ক্রন্দে, তরপায় কাতরায় ॥
.
তুমি কি পেয়েছ কভু এ ধরায় এমন ঝড়ের সন্ধান ?
যার নামে হার মানে সিডর নার্গিস বৃহৎ ঘূর্ণি-তুফান ।
অগ্নিস্রাব, জ্বলন্ত প্রলাপ জেগে উঠে, মহাসিন্ধু থরথর কাঁপে...
                                 গ্যালাক্সি নিহারিকা তারে তনু সঁপে ।
               অম্বরে চলন্ত অবভ্র খন্ড,
               হয়ে যায় চূর্ণ লন্ডভন্ড ॥