রজনী বেঁধেছে গাঁট প্রাতে হবে লীন,
নির্ঘুমতার সৈকতে নগ্ন বক্ষে তারে
দলিত মথিত করি এঁকে প্রেম চিন্ ;
ভেঙ্গে প্রেম নিরুদ্দেশ হবে জানি ভোরে ।
.
বাষ্পাকুল লোচনে এ ধরনীর বুকে
একা রেখে যাবে মোরে বিষাক্ত ভূ-তলে,
বাঁধিয়া রাখিয়া যাবে নিঃসঙ্গ শিকলে ;
প্রতীক্ষায় রবো কবে আসিবে সম্মুখে ॥
.
ঘুমহীন এ রজনী অতন্দ্র প্রহরী
আঁখিদ্বয় করে জয় নিলো তন্দ্রা হরি ।
জোসনায় স্নাত কায় প্রেমসিক্ত মন,
নক্ষত্রের আল্পোনায় অধিক রঞ্জন ।
দিলো ভরে দেহ জুড়ে পূর্ণিমা কৈরবী,
আনিলো মুগ্ধতা কেড়ে প্রভাতে ঐ রবি ॥