যৌবনের দ্বিপ্রহরে
আসমানী ডিমলাইটের ম্রিয়মান আলো
যখন নিস্তেজ, নিভূ নিভূ প্রায়;
.
তোমার মোহনীয় মায়াময় চাহুনী
কামনার সদ্য নির্মিত দেয়াল ভেদ করে
চিত্ত ছুঁয়ে যায় ॥
.
আবার জেগে ওঠে মোচর দিয়ে
বিলুপ্তপ্রায় সুপ্ত বাসনা,
কাঠের আলমারীর সাজানো শো-পিচ হয়ে ওঠে
স্বপ্নীল জীবন্ত আরাধনা ॥
.
.
পরিমার্জিত